Wednesday, 10 June 2015

আমাদের যত অজুহাত যত উসিলা সব আল্লাহর নির্দেশ মানতে।

কাউকে কখনো শুনিনি যে ঘুমের জন্য পরীক্ষা দিতে পারেনি বলতে বরং শুনেছি ঘুমের জন্য সালাত কাযা যেতে। কখনো দেখিনি পরীক্ষার আগের রাতে বেহুদা খেলাধুলা, গানবাজনায় মত্ত হতে, দেখেছি দুনিয়ার এই পরীক্ষাক্ষেত্রে এই সব নিয়ে মত্ত হতে। কখনো কেউ বলেনি ভালো না লাগার জন্য পড়াশোনা ছেড়ে দিয়েছে, বলেছে ভালো লাগেনা বলে কুরআন না পড়ে থেকেছে।
সামাজিক নিয়মের বেড়াজালেই আবদ্ধ আমরা তবুও নিজেদের ভালোর জন্য, পরকালের শান্তির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য স্রষ্টার দেয়া নিয়ম মানতেই যত আপত্তি আমাদের। কবে হুশ হবে আমাদের?? কবে??

No comments:

Post a Comment